ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্টেশনের ৩নং রেললাইনে দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, ক্যান্টনমেন্টগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ নিহত হন।

তিনি জানান, নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।

নিহত বৃদ্ধের পরনে ছিল সাদা ও নীল রঙের চেক লুঙ্গি ও হাফ হাতা গেঞ্জি।

মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এজেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।