ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে সমবায় দিবস উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
রংপুরে সমবায় দিবস উদযাপন রংপুরে সমবায় দিবস উদযাপন-ছবি-বাংলানিউজ

রংপুর: রংপুরে ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে নানা কর্মসূচিতে ৪৬ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) রংপুর টাউন হল প্রাঙ্গণে জেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে সমবায় র‌্যালি, আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়।
 
সকালে একটি র‌্যালি টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক হয়ে ডিসির মোড় ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়।

পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক অজয় কুমার সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন-রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর মজিত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, রংপুর জেলা পরিবহন মালিক সমবায় লিমিটেডের সভাপতি এ কে এম আজিজুল ইসলাম রাজু প্রমুখ।  

আলোচনা সভায় সমবায়ের উপর বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।