শনিবার (০৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মালেকের বাড়ি উপজেলার দলদলি ইউনিয়নের পোলাডাংগা জিন্না নগরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নবনির্মিত নিজ বাড়ির দোতলার ছাদে পানি দিচ্ছিলেন মালেক। এসময় অসাবধানতাবশত পানির পাম্পের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে এলাকাবাসী মালেককে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
আরবি/