শনিবার (০৪ নভেম্বর) রাত ৮টায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের কংশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবায়েত ইসলাম শহরের মিয়াপাড়ার বাসিন্দা।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বাংলানিউজকে জানান, রুবায়েতসহ পাঁচ বন্ধু তিনটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। তারা সদর উপজেলার সাতপাড় এলাকা থেকে শহরে ফিরছিলেন। এসময় রুবায়েতের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রুবায়েত মারা যান।
রুবায়েতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এনটি