ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
শাহজালালে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ জব্দ বৈদেশিক মুদ্রা

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী আবুবকর সিদ্দিক ও আলি আযম নামে দুই যাত্রীর কাছ থেকে ব্যাগে বিশেষভাবে লুকানো অবস্থায় ‍বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
 

শনিবার (৪ নভেম্বর) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।  

তিনি জানান, রাতে ওই দুইজন ঢাকা-মালয়েশিয়া বিমানের এমএইচ ফ্লাইটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

তখন তাদের বহির্গমনকালে বোর্ডিংকার্ড নেওয়ার পরপরই এয়ারলাইন্সের চেকইন কাউন্টারে চ্যালেঞ্জ করা হয়। এছাড়া তাদের পাসপোর্ট চেক করে দেখা যায় আবুবকর সিদ্দিক চলতি বছরে এ পর্যন্ত ১০ বার এবং আলি আযম ৩ বার বিদেশ ভ্রমণ করেছেন।

মইনুল খান আরও বলেন, এরপর তাদের কাস্টমস হলে এনে তল্লাশি করে আবুবকর সিদ্দিকের কাছ থেকে ২৫ হাজার ইউরো ও ৫১৭  রিঙ্গিত এবং আলি আযমের কাছ থেকে ১০ হাজার ইউরো ও ১৪২ রিঙ্গিত জব্দ করা হয়। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার পরিমাণ ৩৪ লাখ ৮ হাজার ১৮০ টাকা।

তিনি আরও জানান, এই মুদ্রা তারা চোরাচালান করার চেষ্টা করছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। ঘোষণা ছাড়া এবং লুকানোর কারণে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন ভঙ্গ হয়েছে।  

এ ব্যাপারে আটকদের শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে অন্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।  

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
এসজে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।