ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় তাজুল ইসলাম বেপারী (৭০) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ-নিকলী সড়কের কড়িয়াইল নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাজুল কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউপির গাগলাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ওই এলাকা থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তাজুল বেপারী। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।