ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে পিস্তলসহ ইজিবাইক চালক আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
বেনাপোলে পিস্তলসহ ইজিবাইক চালক আটক  পিস্তলসহ ইজিবাইক চালক আটক 

বেনাপোল (যশোর): বন্দরনগরী বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও দেড় লাখ বাংলাদেশি টাকাসহ তরিকুল ইসলাম (৩৮) নামে এক ইজিবাইক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (০৫ নভেম্বর) সকাল ৮টায় ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা বেনাপোল বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে।

আটক ইজিবাইক চালক বেনাপোলের পুটখালী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল সীমান্ত থেকে এক ইজিবাইক চালক অস্ত্র, গুলি নিয়ে শহরের দিকে যাচ্ছে। পরে বেনাপোল বাজারে ওই ইজিবাইক চালককে আটক করে তার বাইক তল্লাশি করা হয়। এসময় বাইকের সিটের তলা থেকে পিস্তল,গুলি,ম্যাগজিনও টাকা পাওয়া যায়।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এজেডএইচ/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।