ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অপহৃত শিশুসহ তিন অপহরণকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
অপহৃত শিশুসহ তিন অপহরণকারী আটক

ঢাকা: রাজধানীর গুলশানের কনকর্ড প্লাজা থেকে অপহৃত শিশু তৌসিফুর রহমানকে (৬)  উদ্ধারসহ তিন অপহরণকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আটক অপহরণকারীরা হলেন- রুবেল (২৪), শিমুল (২০) ও সাগর (২০)।  

শনিবার (০৪ নভেম্বর) রাজধানীর কুনিপাড়া থেকে শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারীদের আটক করা হয়।

ডিএমপি উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, বাবা মায়ের সঙ্গে শপিং মলে যায় শিশু তৌসিফ। কেনাকাটার এক ফাঁকে তৌসিফকে বুঝিয়ে নিচতলায় নিয়ে যায় রুবেল। এরপর কৌশলে মার্কেট থেকে বের করে অপহরণ করে তার বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এরপর ডিবি পুলিশ টাকা দেওয়ার ফাঁদে ফেলে তেজগাঁও থেকে রুবেলকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কুনিপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার এবং রুবেলের দুই সহযোগীকে আটক করা হয়।

রোববার (০৫ নভেম্বর) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান মাসুদুর রহমান।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
পিএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।