আটক অপহরণকারীরা হলেন- রুবেল (২৪), শিমুল (২০) ও সাগর (২০)।
শনিবার (০৪ নভেম্বর) রাজধানীর কুনিপাড়া থেকে শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারীদের আটক করা হয়।
ডিএমপি উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, বাবা মায়ের সঙ্গে শপিং মলে যায় শিশু তৌসিফ। কেনাকাটার এক ফাঁকে তৌসিফকে বুঝিয়ে নিচতলায় নিয়ে যায় রুবেল। এরপর কৌশলে মার্কেট থেকে বের করে অপহরণ করে তার বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এরপর ডিবি পুলিশ টাকা দেওয়ার ফাঁদে ফেলে তেজগাঁও থেকে রুবেলকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কুনিপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার এবং রুবেলের দুই সহযোগীকে আটক করা হয়।
রোববার (০৫ নভেম্বর) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান মাসুদুর রহমান।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
পিএম/বিএস