শনিবার (০৪ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার এ জরিমানা করেন।
মাদক সেবনকারী হলেন- বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের পিন্টু দাস, গৌরনদী পৌরসভা এলাকার আলীম হোসেন এবং রিয়াজ বয়াতি।
গৌরনদী মডেল থানার উপ পরির্দশক (এসআই) মুজাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকাসক্ত অবস্থায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এমএস/এএম/ওএইচ/