ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে মাদক সেবনের দায়ে ৩জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
গৌরনদীতে মাদক সেবনের দায়ে ৩জনকে জরিমানা

বরিশাল: বরিশালের গৌরনদীতে মাদক সেবনের দায়ে তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৪ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার এ জরিমানা করেন।

মাদক সেবনকারী হলেন- বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের পিন্টু দাস, গৌরনদী পৌরসভা এলাকার আলীম হোসেন এবং রিয়াজ বয়াতি।

গৌরনদী মডেল থানার উপ পরির্দশক (এসআই) মুজাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকাসক্ত অবস্থায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এমএস/এএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।