রোববার (০৫ নভেম্বর) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টায় কেরানিগঞ্জ কারাগার থেকে তাদেরকে শুল্ক গোয়েন্দা সদর দপ্তরে আনা হয়।
এর আগে গত ২ অক্টোবর সিএমএম আদালত শুল্ক গোয়েন্দার আবেদনের পরিপ্রেক্ষিতে আপন জুয়েলার্সের তিন মালিকের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন- বনানীর রেইন ট্রি হোটেলে সংঘটিত আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদ সেলিম, গুলজার আহমেদ ও আজাদ আহমেদ।
মইনুল খান আরও জানান, চোরাচালানের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আপন জুয়েলার্সের উত্তরা, গুলশান, মৌচাক মার্কেট ও ধানমন্ডি এলাকায় ৫টি শোরুমে অভিযান চালিয়ে প্রায় ১৫ মণ স্বর্ণ ও ডায়মন্ডের অলঙ্কার জব্দ করে শুল্ক গোয়েন্দা। এর সূত্রে চোরাচালান সংক্রান্ত মানিলন্ডারিং মামলা দায়ের করা হয়। শুল্ক গোয়েন্দা এসব মামলার তদন্ত করছে।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ০৫,২০১৭
এসজে/জেডএস