ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

রংপুর: রংপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মানিক মিয়া (৩৫) নামে এক সাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

মানিক মিয়া মিঠাপুকুরের পায়রাবন্দ ভাঞ্জের মোড় এলাকার আব্দুস সামাদের ছেলে।

রোববার (০৫ নভেম্বর) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকালে বগুড়া থেকে লালমনিরহাটগামী তুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মিঠাপুকুর বৈরাগীগঞ্জ শাহ আমানত ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌছালে সাইকেল চালক মানিক মিয়াকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে গেলে বাসে থাকা অন্তত দশজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও কর্মকর্তা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি বাংলানিজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।