ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
লক্ষ্মীপুরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক লক্ষ্মীপুরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অস্ত্রসহ কাজী নিজাম উদ্দিন (৪২)  নামে এক সন্ত্রাসীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-১১) সদস্যরা।

রোববার (৫ নভেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে জেলার চন্দ্রগঞ্জ থানার ইউছুফপুর এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও একটি তলোয়ারসহ কাজী নিজামকে আটক করেন র‌্যাবের সদস্যরা।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানায়, এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।