ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে ছাত্রলীগের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
রায়পুরে ছাত্রলীগের আনন্দ মিছিল রায়পুরে ছাত্রলীগের আনন্দ মিছিল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: বিশ্বের ঐতিহাসিক প্রামাণ্য দলিল (ওয়ার্ল্ডস ডক্যুমেন্টরি হেরিটেজ) হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় লক্ষ্মীপুরের রায়পুরে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।

রোববার (৫ নভেম্বর) দুপুরে রায়পুর কলেজ শাখা ছাত্রলীগ আয়োজনে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনির নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা শাহরিয়ার জুটন, আহমেদ রাছেল, রোমান আহম্মদ রিংকু, জাহিদ হাসান, রাজু আহমেদ, সোহাগ, রাজু হোসেন, আলমগির, মেহেদি হাসান ও নিশানসহ ছাত্রলীগের কর্মী-সমর্থকরা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।