ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফুলপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
ফুলপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী  বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জলি (১৪) নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। 

রোববার (৫ নভেম্বর) দুপুরে তার বাল্যবিয়ে ভেঙে দেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদ হোসেন।  

জানা গেছে, উপজেলার পয়ারি ইউনিয়ন পরিষদের পাশেই দিনমজুর আব্দুল জলিলের বাড়ি।

তার মেয়ে স্থানীয় পয়ারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জলির বিয়ে ঠিক হয়।

এ খবর পেয়ে সকাল ১১টার দিকে সেখানে হাজির হন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদ হোসেন। পরে তিনি পরিবারের লোকজনের সঙ্গে আলাপ করে বিয়ে ভেঙে দেন।  

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদ হোসেন জানান, ওই কিশোরীকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলামের জিম্মায় দেওয়া হয়েছে।  

বাল্যবিয়ে মুক্ত উপজেলা হিসেবে ফুলপুরকে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭ 
এমএএএম/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।