ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চট্টগ্রাম থেকে চুরি হওয়া ডিজেলসহ ট্যাংকার খুলনায় জব্দ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
চট্টগ্রাম থেকে চুরি হওয়া ডিজেলসহ ট্যাংকার খুলনায় জব্দ  চট্টগ্রাম থেকে চুরি হওয়া ডিজেলসহ ট্যাংকার খুলনায় জব্দ। ছবি: বাংলানিউজ

খুলনা: চট্টগ্রাম থেকে চুরি হওয়া দেড় লাখ লিটার ডিজেলসহ ‘এমটি রাইদা’ নামে একটি তেলবাহী ট্যাংকার খুলনায় জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

এ সময় ট্যাংকারে থাকা ১৪ সন্দেহভাজনকেও আটক করা হয়েছে। পরে সুমন নামে চোরাই তেলের সন্দেহভাজন এক ক্রেতাকেও আটক করে র‌্যাব।



রোববার (৫ নভেম্বর) সকালে খালিশপুর এলাকায় ভৈরব নদে অভিযান চালিয়ে ট্যাংকারটি জব্দ করা হয়।

জানা যায়, দেশের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানি যমুনা অয়েলের চট্টগ্রামের প্রধান ডিপো থেকে প্রায় এক কোটি টাকার জ্বালানি তেল দু’টি জাহাজে করে গায়েব করে দেওয়া হয়। এমটি রাইদা নামের জাহাজটিতে গত ২৫ অক্টোবর দৌলতপুর ডিপোর জন্য ডিজেল বোঝাই করে।  

র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, শনিবার (৪ নভেম্বর) রাতে খবর পেয়ে র‌্যাব-৬ এর সদস্যরা খালিশপুর এলাকার ভৈরব নদে তল্লাশি চালিয়ে ট্যাংকারটি জব্দ করেন। এর ধারণ ক্ষমতা ২০ লাখ লিটার। ট্যাংকারে থাকা ১৪ সন্দেহভাজনকে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদে গত ২৫ অক্টোবর চুরি হওয়া তেল সম্পর্কে তথ্য পাওয়া যায়। ইতোমধ্যে ছয় হাজার লিটার ডিজেল উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে চোরাই তেলের ক্রেতা সুমনকেও।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডিজেল উদ্ধার করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

যমুনা অয়েল কোম্পানির জিএম (মার্কেটিং) মীর আলী রেজা দু’টি জাহাজের হিসেবে গোলমাল হওয়ার কথা স্বীকার করে বলেন, তেলসহ ট্যাংকার জব্দ করার ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা,  নভেম্বর ০৫, ২০১৭
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।