ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কলেজ ছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
কলেজ ছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক কলেজ ছাত্রীকে উত্যক্তের অভিযোগে মারুফ (২১) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রোববার (০৫ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মারুফ শৈলাট এলাকার ওসমান গণির ছেলে।

 

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, শ্রীপুরের শৈলাট এলাকায় স্নাতক ২য় বর্ষের এক ছাত্রীকে কলেজে আসা যাওয়ার পথে মারুফ এবং একই এলাকার হাবেজ উদ্দিনের ছেলে নজরুল বিভিন্ন সময় কু-প্রস্তাব দেয়। এক পর্যায়ে ওই ছাত্রী শ্রীপুর থানায় অভিযোগ করে। পরে শনিবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় শৈলাট এলাকা থেকে মারুফকে গ্রেফতার করে পুলিশ।  

রোববার (৫ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত মারুফকে এক মাসের কারাদণ্ড দেন। অপর আসামি নজরুলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এসআই আজিজুল হক।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭     
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।