রোববার (০৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন তার হাতে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক অনুদানের ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আবদুল বারী উপস্থিত ছিলেন।
সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তর ও এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ খুলনায় চিকিৎসা নেন।
এদিকে চেক হাতে পেয়ে সাংবাদিক সুভাষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুলনা বিভাগের সদ্য সাবেক বিভাগীয় কমিশনার আবদুস সামাদ ও সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিনকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
আরবি/