রোববার (০৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদফতরের শ্রমিক কর্মচারি ইউনিয়নের ডাকে এ কর্মসূচি পালন করা হয়।
শ্রমিক কর্মচারি ইউনিয়নের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মো. সফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন হবিগঞ্জ সড়ক ও জনপদ অধিদফতরের ওয়ার্কচার্জড শ্রমিকদের চাকরি নিয়মিত করার জন্য।
হবিগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম আজাদ বাংলানিউজকে জানান, শ্রমিকরা কর্মবিরতি পালন করায় রাস্তাঘাটে মেরামত কাজ বন্ধ রয়েছে। শ্রমিকদের দাবিগুলো কর্তৃপক্ষের নিকট অবগত করা হবে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
টিএ