ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নিউইয়র্কে কনসাল জেনারেলের চুক্তির মেয়াদ বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
নিউইয়র্কে কনসাল জেনারেলের চুক্তির মেয়াদ বাড়লো

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কনসাল (কাউন্সেলর) পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা মো. সাহেদুল ইসলামের চুক্তির মেয়াদ আরো দুই বছর বৃদ্ধি করেছে সরকার।
 

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (০৫ নভেম্বর) এক আদেশে জানায়, চুক্তির মেয়াদ আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ১১ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বৃদ্ধি করা হলো।
 
২০১৫ সালের ৪ জুন এবং একই বছরের ১৯ আগস্ট আরেকটি আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।


 
আদেশে বলা হয়েছে, এ চুক্তির মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে আগের চুক্তির শর্তাবলী অপরিবর্তিত রেখে ফের চুক্তিপত্র সম্পাদন করতে হবে।    
 
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।