রোববার (৫ নভেম্বর) বেলা ১১টায় খুলনা কর অঞ্চল (সার্কেল-১১) আয়োজিত এ করমেলার উদ্বোধন করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়।
নওয়াপাড়া কর কার্যালয়ের যুগ্ম কর কমিশনার গণেশ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-কর কমিশনার প্রশান্ত কুমার রায়, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শাহ জালাল হোসেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি আসলাম হোসেন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান, হাইওয়ে থানার ওসি আতাউর রহমান প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফিতা কেটে সপ্তাহব্যাপী এই মেলার উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
আরআর