রোববার (৫ নভেম্বর) দুপুরে সাভারের বিপিএটিসির অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বাংলাদেশের শতাধিক প্রার্থী ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, ভারত, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলংকা, জাপান ও চীনের ১৯ জন প্রার্থী এ সম্মেলনে নেন।
সম্মেলনে প্রশিক্ষণার্থীরা পাবলিক সার্ভিস বিষয়ে তাদের কর্মক্ষেত্রে অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি বিষয়টি কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
বিপিএটিসির চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সভাপত্বিতে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রাণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজ্জামেল হক খান।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
আরআইএস/