রোববার (০৫ নভেম্বর) দুপুরে উপজেলার কেতকিবাড়ি ইউনিয়নের কাজীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাবেয়া কাজীপাড়া এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, কাজীপাড়া এলাকার নজরুলের স্ত্রী রাবেয়া লোকজনের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
রাবেয়ার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ১০ বছর আগে নজরুলের সঙ্গে রাবেয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরে রাবেয়াকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয় বলে তারা দাবি করেন।
চিলাহাটি থানার উপ পরিদর্শক (এসআই-তদন্ত) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। এটা হত্যা, না আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
আরবি/