রোববার (০৫ নভেম্বর) দুপুরে উপজেলার দেওসহীলা ও ফতেহপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- জামাল ফকির (৬০), ঝন্টু চৌধুরী (৩৫), ছোটন মিয়া (৩৫), আরিফুল ইসলাম (৩৩) ও নাকুল মিয়া (২৭)।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বাংলানিউজকে জানান, আটকের সময় মাদক বিক্রেতাদের কাছ থেকে এক কেজি ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এসআই