রোববার (০৫ নভেম্বর) আইডিইবি ভবনে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যে অর্জনে দক্ষতা’ প্রতিপাদ্যে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারে কাছে প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে ৮ নভেম্বরকে গণপ্রকৌশল দিবস ঘোষণা ও পালনের আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি একেএমএ হামিদ, সহ-সভাপতি একেএম আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান এবং প্রচার ও জনসংযোগ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুর রহমান।
এতে বলা হয়, ২০২১ সালে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশের লক্ষ্যমাত্র অর্জনের জন্য দরকার দক্ষজনবল। আর দক্ষজনবলের জন্য দরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। পাশাপাশি প্রয়োজন জনশক্তির নানামুখী প্রশিক্ষণ।
তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আন্তরিকভাবে উপলদ্ধি করে যে, প্রযুক্তিভাবনাহীন রাজনীতির কারণে প্রযুক্তির উপর সমঅধিবার প্রতিষ্ঠিত হয়নি। তাই সৃজনশীল চিন্তাধারাকে এগিয়ে নিতে সংগঠনটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকর সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
এর মধ্যে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর সারা দেশের মানুষকে শুভেচ্ছা কার্ড বিতরণ করা হবে। যা শুরু হয়েছে। এরপর গত ৪ নভেম্বর ঢাকা জেনিকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৫ নভেম্বর গণপ্রকৌশল দিবস উযাপনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এছাড়াও দিবসটি উপলক্ষে সোমবার (৬ নভেম্বর) আইডিইবিতে বিকেল সাড়ে ৫টার দিকে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এরপর ৮ নভেম্বর সকাল ১১টায় আইডিইবি ভবনে আলোচনা অনুষ্ঠান হবে। এরপর ছাত্র-শিক্ষক এবং পেশাজীবীদের অংশগ্রহণে ৠালি বের করা হবে।
তাপর দিন ০৯ নভেম্বর ‘সমৃদ্ধ বাংলাদেশ ও এসডিজি অর্জনে দক্ষতা’ বিষয়ক আলোচনা ও সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াসহ মুক্তিযোদ্ধের স্বপক্ষের দলের নেতাকর্মী এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এমএফআই/এএটি