রোববার (৫ নভেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা বটতলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের বাবা মো. খলিল বাংলানিউজকে বলেন, আমার ছেলে জিনজিরা তাওয়াপট্টি এলাকায় শ্রমিকের কাজ করতো। রাতে বটতলা ঘাট এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ফারুককে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ফারুককে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মো. মুনসুর বাংলানিউজকে বলেন, এ ঘটনায় নিহতের বাবা মো. খলিল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসআই