রোববার (০৫ নভেম্বর) রাতে উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নার্গিস সাতপুকুরিয়া গ্রামের বাহরাইন প্রবাসী আক্কাস আলীর স্ত্রী।
মনোহরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, রোববার রাতে নার্গিসের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তার বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তিনি আরও জানান, এ ব্যাপারে নার্গিসের বড় বোন জেসমিন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ