ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মনোহরগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
মনোহরগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জে নার্গিস আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৫ নভেম্বর) রাতে উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নার্গিস সাতপুকুরিয়া গ্রামের বাহরাইন প্রবাসী আক্কাস আলীর স্ত্রী।

মনোহরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, রোববার রাতে নার্গিসের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তার বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তিনি আরও জানান, এ ব্যাপারে নার্গিসের বড় বোন জেসমিন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।