সোমবার (০৬ নভেম্বর) সকালে উপজেলার জিয়াপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জহিরুল ওই গ্রামের হারুনুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাতের যে কোনো সময়ে জহিরুল তার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের লোকজন ডাকাডাকি করলে দরজা না খোলায় জানালা দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ