সোমবার (০৬ নভেম্বর) দুপুর পৌনে ১ টায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলতাফ হোসেনের বাড়ি পাবনা জেলায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম সামসুন নুর বাংলানিউজকে জানান, সকাল থেকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় নিয়মিত যানবাহন তল্লাশি চলছিল। দুপুর পৌনে ১টার দিকে যানবাহন তল্লাশিকালে পুলিশ সদস্য আলতাফ রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, তার মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ