ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরব‌নে ৮ জে‌লেকে অপহরণ করে মু‌ক্তিপণ দা‌বি‌

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
সুন্দরব‌নে ৮ জে‌লেকে অপহরণ করে মু‌ক্তিপণ দা‌বি‌

সাতক্ষীরা: সুন্দরব‌নে আট জে‌লে‌কে অপহরণ ক‌রে‌ মু‌ক্তিপণ দা‌বি‌ করছেন বনদস্যু জোনাব বা‌হিনীর সদস্যরা।

সোমবার (০৬ ন‌ভেম্বর) ভোরে সুন্দরবন সাতক্ষীরা রে‌ঞ্জের কলাগাছিয়া নদী সংলগ্ন ধানঘরা খালে মাছ ধরার সময় তা‌দের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন- শ্যামনগ‌র উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আফসার গাজীর ছেলে ইমরুল গাজী, খালেক গাজীর ছেলে সামাদ গাজী, ফনি গাজীর ছেলে সেলিম গাজী, হালিম গাজীর ছেলে ডালিম গাজী, ধুমঘাট গ্রামের সুরত আলীর ছেলে রহমান, কালিঞ্চী গ্রামের মৃত নুর আলী গাজীর ছেলে মনিরুল ইসলাম, সাকাত গাজীর ছেলে মুজিবর গাজী ও বৈশখালী গ্রামের জিন্দার গাজীর ছেলে রহমান গাজী।

অপহৃত জেলেদের বরাত দিয়ে গাবুরা ইউনিয়নের প্রাক্তন ইউপি সদস্য ফিরোজ আহমেদ বাংলা‌নিউজ‌কে জানান, ভোরে মাছ ধরার সময় বনদস্যু জোনাব বাহিনী জেলেদের অপহরণ করে মাথাপিছু ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে।

বুড়িগোয়ালিনী ফ‌রেস্ট স্টেশ‌নের কর্মকর্তা বেলাল হোসেন বাংলা‌নিউজ‌কে বলেন, জেলে অপহর‌ণের বিষয়টি শুনেছি। কিন্তু কেউ অভিযোগ করে নি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।