ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
বরিশালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি  কর্মবিরতি-ছবি-বাংলানিউজ

বরিশাল: বরিশাল জেলার ৬টি ও বিভাগের ২৬টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন।

সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

বেতন ভাতা, পেনশনসহ সব সুবিধা সরকারি কোষাগার থেকে পাওয়ার দাবিতে নিজ নিজ পৌরসভা কম্পাউন্ডে অবস্থান নিয়ে পৌর কর্মকর্তা-কর্মচারীরা তাদের এ কর্মসূচি পালন করেন।

এতে পৌরসভাগুলোর কার্যক্রম সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ ছিল।

বাংলাদেশ পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের বরিশাল বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান সুপন বলেন, ১ দফা দাবিতে বরিশাল বিভাগের ২৬ পৌরসভা কেন্দ্রীয়ভাবে ঘোষিত এ কর্মসূচি পালন করেছে। দাবি না মানা হলে আগামী ১৩ নভেম্বর দিনব্যাপী কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭  ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।