সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
বেতন ভাতা, পেনশনসহ সব সুবিধা সরকারি কোষাগার থেকে পাওয়ার দাবিতে নিজ নিজ পৌরসভা কম্পাউন্ডে অবস্থান নিয়ে পৌর কর্মকর্তা-কর্মচারীরা তাদের এ কর্মসূচি পালন করেন।
এতে পৌরসভাগুলোর কার্যক্রম সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ ছিল।
বাংলাদেশ পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের বরিশাল বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান সুপন বলেন, ১ দফা দাবিতে বরিশাল বিভাগের ২৬ পৌরসভা কেন্দ্রীয়ভাবে ঘোষিত এ কর্মসূচি পালন করেছে। দাবি না মানা হলে আগামী ১৩ নভেম্বর দিনব্যাপী কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমএস/আরআর