ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে অস্ত্র ও মাদকসহ শ্রমিকদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
বাগেরহাটে অস্ত্র ও মাদকসহ শ্রমিকদল নেতা গ্রেফতার

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে অস্ত্র ও মাদকসহ উপজেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক মাসুদ খান চুন্নুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৬ নভেম্বর) ভোরে উপজেলা সদরের উত্তর সুতালড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ ওই গ্রামের আক্কাস আলী খানের ছেলে।

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক মো. জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুন্নুকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে এক কেজি গাঁজা ও দুটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরে মাসুদকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।