সোমবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবকরা এই কর্মসূচি পালন করেন।
আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন-কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহাম্মেদ পলাশের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিখিল চন্দ্র সরকার, শিক্ষক আলমগীর হোসেন, ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম, আলীগঞ্জ ক্লাবের সেক্রেটারি নুরুল ইসলাম, সহ-সভাপতি ফরিদ আহম্মেদ, ব্যবসায়ী নেতা হুমায়ন কবির, অভিভাবক প্রতিনিধি সামছুল হক, গোলাম কিবরিয়া সাত্তার, মোবারক হোসেন, আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েলী বিশ্বাস প্রমুখ।
কাউসার আহাম্মেদ পলাশ বলেন, রাস্তাটির বিভিন্নস্থানে অসংখ্য বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দ্রুত সড়কটি ঠিক করে দিতে হবে। এজন্য জোর দাবি জানাচ্ছি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সড়ক ও জনপথ বিভাগের ঊধ্বর্তন কর্মকর্তাদের সশরীরে জনগণের দুর্ভোগ দেখতে আসতে হবে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
আইএ