সোমবার (০৬ নভেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বালুভরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তুষার ওই গ্রামের মোসলেমের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তুষারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, তুষারের বিরুদ্ধে ৪টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ