সোমবার (০৬ নভেম্বর) দুপুরে পৃথকভাবে দুই কিশোরীর বাল্যবিয়ে ভেঙে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদ হোসেন।
রাশেদ বাংলানিউজকে জানান, উপজেলার ফতেপুর গ্রামের সিদ্দিকুর রহমানের কন্যা সাদিয়া আক্তার সুমির বিয়ে ঠিক হয় পাশের হালুয়াঘাট উপজেলার আব্দুল করিমের ছেলে রুবেল মিয়ার সঙ্গে।
খবর পেয়ে দুপুরে যথাস্থানে গিয়ে পরিবারের সঙ্গে আলাপ করে বিয়ে ভেঙে দেওয়া হয়।
বাল্যবিয়ে প্রতিরোধ নিয়ে রাশেদ বলেন, উপজেলার যেকোনো স্থানে বাল্যবিয়ের সংবাদ আমাদের জানালেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তথ্যদাতার পরিচয়ও গোপন রাখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমএএএম/আইএ