সোমবার (৬ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটকেরা হচ্ছেন-পটুয়াখালীর গলাচিপার তেতুলতলা বাজার এলাকার বাবু মিয়ার ছেলে মো. বাদল (৩৪) ও বরিশালের বাকেরগঞ্জ ডহরখোলা এলাকার শাহজাহানের ছেলে সাখাওয়াত হোসেন (৩৫)।
বিকেলে র্যাব-১১ এর এএসপি ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে চেকপোস্ট বসিয়ে গাড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি বস্তায় মোট ১ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৬১০ টাকা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩টি মোবাইল সেট এবং মাদক বহন ও বিক্রির কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
তিনি জানান, আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
আরআর