ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
দিনাজপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি দিনাজপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

দিনাজপুর: পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতা দেওয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন দিনাজপুর শাখার আয়োজনে অর্ধদিবস কর্মবিরতি পালিত করেছে।

সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচিতে অংশ নেন দিনাজপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্যাব রংপুর বিভাগের সাধারণ সম্পাদক ও দিনাজপু পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আহমেদুজ্জামান ডাব্লিউ।

সভায় বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন দিনাজপুর শাখার মো. মজিবর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ কর্মচারী মো. আমজাদ আলী, জেলা কমিটির সেক্রেটারি মো. লাইছুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং রংপুর বিভাগীয় সেক্রেটারী মো. হাবিবুর রহমান হাবিব, জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. রইছ উদ্দীন, কেন্দ্রী কমিটির উপদেষ্টা মো. রফিকুল ইসলাম প্রমুখ।  

সভায় জেলা কমিটির দপ্তর সম্পাদকের সঞ্চালনায় কর্মবিরতিকে একাত্মতা ঘোষণা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো আবু তৈয়ব আলী দুলাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আন্দোলনকে বানচাল করার লক্ষ্যে বিভিন্নভাবে আমাদের হুমকি এবং কর্ম এলাকার এক স্থান থেকে অন্যত্র বদলি করা হচ্ছে। এবার আমরা কোন প্রকার হুমকি ও বদলির ভয় করছি না। এবার আমরা দাবি পূরণ করেই ছাড়বো। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন চলবে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।