সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পৌর সদর এলাকায় একটি বহুতল ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নেববক্ত গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, পৌর সদর এলাকায় প্রবাসী মজিদ মিয়ার বাড়িতে ৫ তলা ভবনের নির্মাণ কাজ চলছিল। এ সময় আলমগীর হোসেন মেশিন দিয়ে রড কাটছিলেন। হঠাৎ ওই মেশিনের সঙ্গে বৈদ্যুতিক তার জড়িয়ে গেলে তাতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি পুলিশকে না জানিয়েই মরদেহ তার বাড়ি নীলফামারীতে পাঠিয়ে দেয়া হয়।
নাঙ্গলকোট থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মো. মিজান জানান, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৭
আরএ