ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে পৌর কর্মচারীদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
বাগেরহাটে পৌর কর্মচারীদের কর্মবিরতি বাগেরহাটে পৌর কর্মচারীদের কর্মবিরতি

বাগেরহাট: রাজস্ব খাত থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে বাগেরহাটের পৌর কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মবিরতি পালনের সময় বক্তৃতা করেন বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, খুলনা বিভাগীয় সভাপতি রঞ্জন কান্তি গুহ, বাগেরহাট জেলা সভাপতি অজিত কুমার হালদার, সুব্রত কুমার সোমাদ্দার, মো. জামসেদ আলী, সেলিশ ফকির, সানজিরা বেগম প্রমুখ।

একই দাবিতে জেলার মোড়েলগঞ্জ ও মোংলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন।

বাংলাদেশ  সময়: ১৭৫১ ঘণ্টা,  নভেম্বর ০৬, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।