ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারী পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
নীলফামারী পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি নীলফামারী পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

নীলফামারী: বাংলাদেশ পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বানে নীলফামারী, ডোমার, জলঢাকা ও সৈয়দপুর পৌরসভায় অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। 

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।  

একই দাবিতে ১৩ নভেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি, ৩ ডিসেম্বর পৌর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও ২৭ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবেন তারা।

 

সৈয়দপুর পৌরসভা সার্ভিস অ্যাসিয়েশনের আয়োজনে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভা সার্ভিস অ্যাসিয়েশন সৈয়দপুর শাখার সভাপতি ও পৌরসভার সচিব আবু তাহের, সাধারণ সম্পাদক সুজন শাহ, স্যানিটারি ইন্সপেক্টর মমিনুল ইসলাম, পৌর কর্মচারী নজরুল ইসলাম, গজনফর আলী মিন্টু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।