রোববার (৬ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সিপিএ এর ৬৩তম সম্মেলনের কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) ‘সিপিএ বেঞ্চমার্ক ফর ডেমোক্রেটিক লেজিসলেচার প্রোগ্রেস ইন লাস্ট টেন ইয়ার’ শীর্ষক কর্মশালায় এ সুপারিশ পাস করা হয়।
কর্মশালার সঞ্চালক ছিলেন নাইজেরিয়ান সংসদের সিনেটর বিনতা গার্বা।
কর্মশালায় সংসদীয় কার্যক্রমে সুশীল সমাজের অন্তর্ভুক্তকরণ নিয়ে সম্মেলনে অংশগ্রহণকারীদের মতামত চেয়ে পক্ষে-বিপক্ষে ভোট অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নিয়ে বলেন, সংসদীয় কার্যক্রমে আরও দু’টি বিষয় ছিল, সেখানে সুশীল সমাজের অন্তর্ভুক্তকরণের বিষয়টিতে আমরা মনে করি সুশীল সমাজের প্রয়োজনীয়তা নেই।
বাংলাদেশ প্রতিনিধি দলে আরও ছিলেন সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, এনামুর রহমান, ফখরুল ইমাম ও রওশন আরা মান্নান।
পরে অবশ্য বিষয়টি ভোটে দিলে কর্মশালায় অংশগ্রহণকারী বেশির ভাগ দেশের প্রতিনিধি সংসদীয় কার্যক্রমে সুশীল সমাজ রাখার পক্ষে মত দিয়ে হাত তুলে তাদের সমর্থন জানান। প্রায় ১৫টি দেশের প্রতিনিধি এ নিয়ে আলোচনা করেন।
ভোটাভুটির সময় যখন সিভিল সোসাইটির বিষয় আসে তখন মাইক নিয়ে ফ্লোর নেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, সুপারিশে সংসদীয় কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে আরও দু’টি বিষয় আনা হয়েছে। এর মধ্যে সিভিল সোসাইটির বিষয়টি বাদ দিলে বাংলাদেশ এ সুপারিশের পক্ষে আছে। বাদ না দিলে আমরা নেই।
পরে সঞ্চালক এ নিয়ে আর কোনো আলোচনার সুযোগ না দিয়ে সরাসরি ভোটে চলে যান। তখন বাংলাদেশ ভোটে অংশ নেওয়ার প্রতীক হিসেবে হাত তোলা থেকে বিরত থাকে।
কর্মশালা শেষে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের বলেন, গোলটেবিল বৈঠকে সংসদীয় কার্যক্রমে সিভিল সোসাইটির অন্তর্ভুক্ত সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। এর আগে বিষয়টি নিয়ে মৌখিক ভোটাভুটি হয়। বাংলাদেশ এ সুপারিশের পক্ষে নয়।
**রোহিঙ্গা ইস্যু নিয়ে সিপিসি’তে বিবৃতি মঙ্গলবার
সিপিএভুক্ত দেশগুলোতে ভিসা সহজতর করার সুপারিশ
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসএম/এএ