সোমবার (০৬ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিপিএ সম্মেলনের ৬ষ্ঠ দিনে কয়েকটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে একটি কর্মশালায় অনির্ধারিত আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে এবং অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, সিপিসি’র সাধারণ অধিবেশন থেকে মঙ্গলবার একটি বিবৃতি দেওয়া হবে। তাতে রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারকে চাপ দেওয়ার কথা থাকবে বলে আমরা প্রত্যাশা করছি।
তিনি বলেন, এই ইস্যুটি এবারের কার্যতালিকায় ছিলো না। কারণ কার্যতালিকা যখন চূড়ান্ত হয় তখন রোহিঙ্গা ইস্যু তৈরি হয়নি।
রোববার (০৫ নভেম্বর) ঢাকায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংসদীয় ফোরাম সিপিএ’র ৫২টি দেশের মধ্যে ৪৪টি দেশ, ১৮০টি শাখার মধ্যে ১১৪টি শাখা এবারের সম্মেলনে অংশ নিয়েছে। এসব দেশের জাতীয় ও প্রাদেশিক সংসদের ৫৬ জন স্পিকার, ২৩ জন ডেপুটি স্পিকার এবং সংসদ সদস্যসহ সাড়ে পাঁচশর মতো প্রতিনিধি এ সম্মেলন উপলক্ষে অবস্থান করছেন ঢাকায়।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসএম/বিএস