ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আত্মসাৎ মামলায় ২ আইনজীবীসহ ৪ আসামি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
আত্মসাৎ মামলায় ২ আইনজীবীসহ ৪ আসামি কারাগারে

সুনামগঞ্জ: জালিয়াতি করে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের হিসাব শাখা থেকে ছয় বিচারপ্রার্থীর জমা রাখা টাকা আত্মসাতের মামলায় দুই আইনজীবীসহ চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (০৬ নভেম্বর) বিকেল ৫ টায় জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুক তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন। এর আগে বিকেল ৩টায় জেলা ও দায়রা জজ আদালতের নাজির শিফাত শাহরিয়ার সুনামগঞ্জ সদর থানায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ পরিপ্রেক্ষিতে বিকাল সাড়ে ৪টায় সুনামগঞ্জ জজ আদালতের আইনজীবী ও যুবলীগ নেতা অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, অ্যাডভোকেট রেজাউল করিম এবং জেলা ও দায়রা জজ আদালতের হিসাবরক্ষক ঘেণু চন্দ্র রায়কে আদালত এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও রোববার (০৫ নভেম্বর) রাতে অপর আসামি আদালতের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুস সোবহানকে ফেনী থেকে আটক করে সুনামগঞ্জ এনে গ্রেফতার দেখানো হয়।

সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, আদালতের হিসাব শাখায় বিচারপ্রার্থীর জমা রাখা ১৭ লাখ ৭৭ হাজার ৫৭৫ টাকা আত্মসাতের মামলায় দুই আইনজীবীসহ চার জনকে কারাগারে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমদ বাংলানিউজকে জানান, আদালতের হিসাব শাখার কর্মচারীদের সহযোগিতায় বিচারপ্রার্থীর জমা রাখা টাকা আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।