সোমবার (০৬ নভেম্বর) বিকেল ৫ টায় জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুক তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন। এর আগে বিকেল ৩টায় জেলা ও দায়রা জজ আদালতের নাজির শিফাত শাহরিয়ার সুনামগঞ্জ সদর থানায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, আদালতের হিসাব শাখায় বিচারপ্রার্থীর জমা রাখা ১৭ লাখ ৭৭ হাজার ৫৭৫ টাকা আত্মসাতের মামলায় দুই আইনজীবীসহ চার জনকে কারাগারে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমদ বাংলানিউজকে জানান, আদালতের হিসাব শাখার কর্মচারীদের সহযোগিতায় বিচারপ্রার্থীর জমা রাখা টাকা আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ