সোমবার (০৬ নভেম্বর) রাত আটটার দিতে বনমিলা গ্রামের বাড়ির পাশে থেকে তাকে আটক করা হয়। আমজাদ বারারিয়া ইউনিয়নের বনমিলা গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
ধামরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মফিজুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিক্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় আমজাদকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবাসহ ইয়াবা বিক্রির নগদ ৫২ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, এ আগেও তার বিরুদ্ধে ধামরাই থানায় ৫ মামলাসহ বিভিন্ন থানায় ২২ মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৭
আরএ