ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে জাটকা মজুদ ও বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে দণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
সাভারে জাটকা মজুদ ও বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে দণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে জাটকা মজুদ ও বিক্রির অপরাধে নুর হোসেন ও জসিম নামে দুই মাছ ব্যবসায়ীকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৪০ কেজি জাটকা জব্দ করা হয়।

সোমবার (০৬ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভা কাঁচা বাজারের পাশের  মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আহমেদ বাংলানিউজকে জানান, বিকেলে সাভারের গেন্ডা এলাকার একটি মাছের বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এসময় নিষিদ্ধ জাটকা মজুদ ও বিক্রয়ের অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান ভ্রাম্যমাণ আদালতে তাদের ৪ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডাদেশ দেন।

পরে জব্দ করা জাটকা স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।