ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরকে ফাঁসানোর অপরাধে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
কিশোরকে ফাঁসানোর অপরাধে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সিলেট: সিলেটে রাসেল আহমদ (১৭) নামে এক কিশোরকে নির্যাতনের ঘটনায় ইসবর আলী নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। ওই কিশোরকে মামলায় ফাঁসানোর অপরাধে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটি।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরদার বাংলানিউজকে বলেন, পূর্ব বিরোধের জের থেকে চুরির অভিযোগ এনে গত ২৯ অক্টোবর গোয়াইনঘাট উপজেলার মানাউড়া পূর্বপাড়া গ্রামে মৃত ইয়াছিন আলীর ছেলে রাসেলকে (১৭) গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।  

নির্যাতনকারীরা ঘটনাটি ভিন্নখাতে নিতে ১২ পিস ইয়াবাসহ রাসেলকে মাদক ব্যবসায়ী সাজিয়ে গোয়াইনঘাট থানাধীন সালুটিকর ফাঁড়ি পুলিশে সোপর্দ করে।

পুলিশও তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠায়। সম্প্রতি রাসেলকে গাছের সঙ্গে বেঁধে পেটানোর ভিডিও ভাইরাল হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে।  

এ কারণে কর্তব্যে অবহেলার দায়ে গোয়াইনঘাট থানাধীন সালুটিকর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) সুশংকর পালকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (০৬ নভেম্বর) তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযোগ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শামসুল।

এদিকে ঘটনার তদন্তে আবু হাসনাত খানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী পুলিশ সুপার নুরুল আবছার খান ও ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক সৈয়দ সফিকুল ইসলাম মুকুল। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  

অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরদার আরো বলেন, ঘটনার মূল হোতা ইসবর আলী নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।