সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরদার বাংলানিউজকে বলেন, পূর্ব বিরোধের জের থেকে চুরির অভিযোগ এনে গত ২৯ অক্টোবর গোয়াইনঘাট উপজেলার মানাউড়া পূর্বপাড়া গ্রামে মৃত ইয়াছিন আলীর ছেলে রাসেলকে (১৭) গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।
নির্যাতনকারীরা ঘটনাটি ভিন্নখাতে নিতে ১২ পিস ইয়াবাসহ রাসেলকে মাদক ব্যবসায়ী সাজিয়ে গোয়াইনঘাট থানাধীন সালুটিকর ফাঁড়ি পুলিশে সোপর্দ করে।
এ কারণে কর্তব্যে অবহেলার দায়ে গোয়াইনঘাট থানাধীন সালুটিকর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) সুশংকর পালকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (০৬ নভেম্বর) তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযোগ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শামসুল।
এদিকে ঘটনার তদন্তে আবু হাসনাত খানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী পুলিশ সুপার নুরুল আবছার খান ও ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক সৈয়দ সফিকুল ইসলাম মুকুল। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরদার আরো বলেন, ঘটনার মূল হোতা ইসবর আলী নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এনইউ/জেডএস