ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মদনে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
মদনে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার কাইটাল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোজাম্মেল হক

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় ৫৫ পিস ইয়াবাসহ কাইটাল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোজাম্মেল হককে (৪০) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (০৬ নভেম্বর) দুপুরে ইউনিয়নের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মোজাম্মেল ওই ইউনিয়নের জয়পাশা গ্রামের আবুল হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. শরিফুল হক সুমন বাংলানিউজকে জানান, ইউপি সদস্য মোজাম্মেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছিলেন এমন অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তাকে তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।