ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আমতলীতে সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭

বরগুনা: নাসির উদ্দিন (৪০) নামে ১৪ বছরের সাজার আদেশপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে আমতলীর পানি উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন বাঁধের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। নাসির উদ্দিন আমতলীর পুরাতন হাসপাতাল সড়কের মৃত সোনা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টার সময় আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত পানি উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন বাঁধের উপর থেকে নাসির উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

২০০৪ সালে নাসির উদ্দিন পটুয়াখালী সদর উপজেলার বাজার ঘোনা গ্রামের মো. এসমাইল হোসেনের মেয়ে মানসুরাকে অপহরণ করে। ওই সময়ই মানসুরার বাবা বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নাসির উদ্দিনের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করেন।

নাসির উদ্দিনের অনুপস্থিতে ২০১৫ সালে ট্রাইব্যুনালের বিচারক তাকে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে রায় দেন। রায়ের পর পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে নাসির পালিয়ে বেড়াচ্ছিল।

আমতলী থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম বাদল জানান, গ্রেফতারকৃত নাসির উদ্দিনকে মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে আমতলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।