সোমবার (০৬ নভেম্বর) রাতে উপজেলার চিৎলা গ্রামের তার নিজ শোবার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হীরামতি বেগম চিৎলা গ্রামের প্রবাসী ধুনে মণ্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানান, রাতে হীরামতিকে ডেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশিরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় হীরামতিকে মৃত অবস্থায় দেখে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গাজী ইমদাদুল হক বাংলানিউজকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এনটি