সোমবার (০৬ নভেম্বর) বিকেল ৪টায় পাড়লা এলাকার শাহিন এন্টারপ্রাইজের তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ করে শাহিন এন্টারপ্রাইজের তুলার গুদামে আগুন লাগে।
গুদামের মালিক শাহিনুল ইসলাম স্বপন বাংলানিউজকে বলেন, এবারের আগুনে প্রায় ৩০/৪০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।
এদিকে, রাতে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন বাংলানিউজকে জানান, গুদামে তুলা উৎপাদনকারী তিনটি মেশিন ও বৈদ্যুতিক সার্কিট পাশাপাশি থাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গুদাম থেকে এক লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি ও সাত লাখ টাকার মতো মালামাল উদ্ধার করা হয়েছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গুদামে বারবার আগুন লাগার রহস্য উদঘাটনে তদন্ত করে দেখা হবে।
বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এনটি