ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে আটক ৭ জেলেকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
বরিশালে আটক ৭ জেলেকে জরিমানা

বরিশাল: বরিশালের কালাবদর নদীতে অভিযান চালিয়ে জাটকা ও কারেন্ট জালসহ আটক সাত জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৭ নভেম্বর) দিনগত রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মেহেন্দিগঞ্জের বাসিন্দা আনোয়ার মৃধা (২৫), রাশেদ হাওলাদার (২৫), মান্নান ফকির (২৪), ইউসুফ ফকির (২২), হাসানাত হাওলাদার (১৯), কাবুল চৌকীদার (২৫) ও আব্দুল্লাহ মিলন (২০)।

এরআগে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন কালাবদর নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬০ মণ জাটকা এবং ১০ হাজার মিটার কারেন্ট জালসহ সাত জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বরিশাল নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. বেল্লাল হোসেন বাংলানিউজকে জানান, জব্দকৃত জাটকা দুস্থ ও এতিমখানায় বিতরণ এবং জালগুলো কীর্তনখোলার তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ০২৩৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।